আগামী ৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। গতকাল দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. ইকরামুল হক সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ৭ নভেম্বর দেশজুড়ে পালন করা হবে পবিত্র ঈদুল আজহা।
আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য ও ত্যাগের মহিমায় চিরভাস্বর ঈদুল আজহা। চার হাজার বছর আগে আল্লাহ তায়ালার নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) পৃথিবীতে তার সবচেয়ে প্রিয়বস্তু হিসেবে নিজ সন্তান হযরত ইসমাইলকে (আ.) কোরবানি দেয়ার উদ্যোগ নেন। কিন্তু মহান আল্লাহ তায়ালার কুদরতে হযরত ইসমাইলের (আ.) পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহিমের (আ.) এ ত্যাগের মনোভাবের কথা স্মরণ করে প্রতিবছর মুসলমানরা প্রিয় পশু কোরবানি করেন।