জেমস ক্যামেরনের ছবি টাইটানিক এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁতে পারেনি৷ অথচ অ্যাভাটার মুক্তির পর মাত্র দুই বছরেই দুই বিলিয়ন পার হয়ে এখন প্রায় তিন বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁতে চলেছে৷
তো সেই ছবির পরবর্তী পর্ব নির্মাণের জন্য ইতিমধ্যে ক্যামেরনের লাইটস্টর্ম এন্টারটেইনমেন্ট পাঁচ বছরের চুক্তি করেছে আরেক কোম্পানি ক্রিস্টির সঙ্গে৷ থ্রিডি ছবি তৈরির যাবতীয় কারিগরী সহযোগিতা দেবে এই ক্রিস্টি কোম্পানি৷ আর এর মধ্যে নাকি থাকছে অ্যাভাটার ছবির দ্বিতীয় এবং তৃতীয় পর্ব৷আগামী পর্বগুলোও প্রথম পর্বের চেয়ে কোন অংশে কম হবে না, সেই নিশ্চয়তা দিচ্ছেন এই হলিউড তারকা৷ পরিচালক ক্যামেরন সম্পর্কে স্যাম ওয়ার্দিংটনের মূল্যায়ন, ‘‘একশভাগ নিশ্চিত না হলে তিনি কোন কিছু শুরু করবেন না৷ আর যখনই তিনি আমাকে বলবেন লাফ দিতে, আমি সোজা লাফ দিবো৷”
এদিকে প্রথম পর্বে মারা গেলেও আগামী পর্বে নাকি আবারও দেখা যাবে সিগুরনি ওয়েভারকে৷ প্রথম পর্বে বিজ্ঞানী গ্রেস অগাস্টিনের ভূমিকায় অভিনয় করেন নামকরা অভিনেত্রী ওয়েভার৷ কিন্তু ছবিতে তার মৃত্যু হয়৷ তবে আগামী পর্বে তাকে ফিরিয়ে আনা হচ্ছে, এতটুকু এখন পর্যন্ত জানা গেছে৷