নিউইয়র্ক সিটির বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তার রক্ত পরীক্ষা এবং ইকেজি করা হয়।
একই সঙ্গে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সব রিপোর্ট পর্যালোচনা করা হয়। বিশ্বে ক্যান্সার চিকিৎসায় বিশেষ সাফল্য প্রদর্শনকারী ডা. ভ্যাচের নেতৃত্বে দীর্ঘ পর্যালোচনার পর উদ্ঘাটিত হয় যে, যতটা মারাত্মক বলে আশঙ্কা করা হয়েছিল বাস্তবে ততটা নয়। কোলন ক্যান্সারের বিস্তার ঘটেনি। তাই কেমোথেরাপির মাধ্যমেই এ ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব বলে চিকিৎসকরা মনে করছেন। হুমায়ূন আহমেদের চিকিৎসাসম্পর্কিত যাবতীয় বিষয়ে তদারকিতে নিয়োজিত নিউইয়র্ক মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বাংলাদেশ সময় শুক্রবার সকালে বার্তা সংস্থা এনাকে জানান, হুমায়ূন আহমেদকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি কিংবা তার অস্ত্রোপচারেরও দরকার নেই। বাসায় অবস্থান করেই নির্দিষ্ট সময়ে তিনি হাসপাতালে যাবেন থেরাপি দেওয়ার জন্য। ৬টি থেরাপি দিতে হবে। দু’মাস লাগবে থেরাপির জন্য। ৪টি থেরাপির পর আবার তাকে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছে কি-না।
এদিকে হুমায়ূন আহমেদকে খুবই হাসিখুশিতে থাকতে দেখা যায়। সিঙ্গাপুরের চিকিৎসকদের মন্তব্যে তার পরিবারে সৃষ্ট বিষণ্নতার ভাবও কেটে গেছে।