জাপানে পারমাণবিক স্থাপনায় তেজষ্ক্রিয় বিকিরণ বাড়তে থাকায় বিপর্যয়ের আশংকা ক্রমশ: বাড়ছে । ঐ জায়গা থেকে কর্মীদের সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে অচল হয়ে পড়া একটা পারমানবিক বিদ্যুত কেন্দ্রের চারধারে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা এখন বিপদসীমায় গিয়ে পৌঁছেছে । জাপানের প্রধাণমন্ত্রী নাওতো কান টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে চারপাশের তেজস্ক্রিয় বিকিরণ খুবই উচ্চ মাত্রায় উঠে গিয়েছে এবং আরো বিকিরণ নি:সরসণের আশংকা রয়েছে। by ভয়েস অব আমেরিকা