দেশের প্রখ্যাত ভাষাবিদ ও শিক্ষাবিদ ড. কাজী দীন মুহম্মদ শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। ডা. সিরাজুল হকের অধীনে চিকিত্সাধীন ড. দীন মুহাম্মদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী গ্রামে ড. কাজী দীন মুহম্মদের জন্ম ১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি। পাকিস্তান আমলে রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাথমিক সংগঠকদের অন্যতম ছিলেন তিনি। পরবর্তীতে বাংলা ভাষা গবেষণা ও উন্নয়নে, বাংলা ভাষায় প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নে তার ব্যাপক অবদান রয়েছে।