বলিউড তারকা শাহরুখ খানের ছবি ‘রা ওয়ান’ মুক্তি পাবার পর প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না৷ গত বুধবার দীপাবলী উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবার পর দীর্ঘ ৫ দিনের সপ্তাহান্ত কেটে গেছে৷ এবার হিসেব নিকেশের পালা৷ ছবির চিত্রনাট্যের প্রবল সমালোচনা শোনা গেলেও দর্শকদের কৌতূহল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

সংখ্যা নিয়ে চুলচেরা বিশ্লেষণের নানা দিক রয়েছে৷ সেখানে এক কথায় বাণিজ্যিক সাফল্যের মাত্রা বর্ণনা করা মোটেই সহজ নয়৷ আপাতত ‘রা ওয়ান’এর তুলনা করা হচ্ছে সলমন খানের রেকর্ড ভাঙা ছবি ‘বডিগার্ড’এর সঙ্গে৷ বলিউড জগতে এপর্যন্ত এটিকেই সবচেয়ে সফল ছবি হিসেবে বিবেচনা করা হয়৷

‘রা ওয়ান’এর বাজেট প্রায় ১৫০ কোটি ভারতীয় টাকা৷ প্রথম ৫ দিনেই ভারতে এই ছবি ৯৬ কোটি টাকার ব্যবসা করেছে৷ বিদেশে এই ছবি সংগ্রহ করেছে ৩২ কোটি টাকারও বেশি৷ মোট ৩,১০০টি হলে দেখানো হয়েছে এই ছবি৷ শুধু হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পেয়েছে ‘রা ওয়ান’৷ শুধু গত বৃহস্পতিবারই সাড়ে তেইশ কোটি টাকা সংগ্রহ করে এক দিনের ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি৷ আর্থিক সাফল্যের পেছনে আরও একটি বড় কারণ হলো হলো, ‘রা ওয়ান’এর থ্রিডি বা ত্রিমাত্রিক সংস্করণের টিকিটের দাম সাধারণ সংস্করণের চেয়ে বেশি রাখা হয়েছে৷

শুধু হিন্দি ভাষায় নির্মিত ‘বডিগার্ড’ ছবিটি ২,৭০০টি হলে মুক্তি পেয়েছিল৷ ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি গত অগাস্ট মাসে ঈদ উপলক্ষ্যে মুক্তি পাওয়ায় ‘রা ওয়ান’এর মতো এই ছবিটিও ৫ দিনের দীর্ঘ সপ্তাহান্তে দর্শকদের মনোরঞ্জনের সুযোগ পেয়েছিল৷ ভারতে ৮৬ কোটি ও বিদেশে ২৭ কোটি টাকা সংগ্রহ করেছিল এই ছবি৷ অতএব শুধু অর্থের বিচারে ‘বডিগার্ড’কে ছাড়িয়ে গেছে ‘রা ওয়ান’৷

বলিউডের দুই খানের প্রতিদ্বন্দ্বিতার মাঝে শেষ হাসি হাসতে পারেন তৃতীয় খান৷ আমির খানের ‘থ্রি ইডিয়েটস’ গোটা বিশ্বে সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা সংগ্রহ করে এখনো সাফল্যের তালিকার শীর্ষে রয়েছে৷ ‘রা ওয়ান’ সেই মাত্রা ছুঁতে পারে কি না, সেটাই এখন অপেক্ষা করে দেখতে হবে৷ আপাতত বুধবার নিজের ৪৬তম জন্মদিনে কিং খান সপ্তাহান্তের সাফল্য নিয়েই মশগুল থাকতে পারেন৷