হলিউডের স্বনামধন্য তারকা এলিজাবেথ টেইলার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৯।

টেইলার পরিবারের এক বিবৃতিতে বলা হয় তার পাশে তার সন্তানরা ছিলেন যখন তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন।

বিশ্ববিখ্যাত তারকা হৃদরোগে আক্রান্ত হন এবং গত দুমাস লস এ্যানজেলাসে হাসপাতালে ছিলেন।

ন্যাশনাল ভেলভেট, ক্লিওপাট্রা ইত্যাদি চলচিত্রে তিনি অভিনয় করেন। ১২ বছর বয়সে তিনি প্রথম অভিনয় করা শুরু করেন। আনেক সময় তাকে বলা হোতো যে তিনি পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী।

এলিজাবেথ টেইলার কয়েকবার অসকার পুরষ্কার পান। by voa