হুমায়ূন আহমেদের পাকস্থলীর বেশ নিচে ক্যান্সার শনাক্ত করেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।  চিকিৎসার উদ্দেশ্যে বুধবার ভোর ৫টায় তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

তার সঙ্গে আছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিষাদ ও নিনিত এবং তার বেশকিছু গ্রন্থের প্রকাশক ‘অন্যপ্রকাশে’র স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।  হুমায়ূন আহমেদের চিকিৎসা হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেমোরিয়াল সোলেন ক্যাটারিন ক্যান্সার হাসপাতালে।তার শরীরে ক্যান্সারের উপস্থিতি দেখে চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানালে হুমায়ূন আহমেদ সিদ্ধান্ত নেন, তিনি যুক্তরাষ্ট্রের হাসপাতালে এ রোগের চিকিৎসা করাবেন।

 

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। সত্তর দশকে যুক্তরাষ্ট্র থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে আশির দশকে দেশে ফিরে তিনি কথাসাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকও লিখতে শুরু করেন।