পিঁয়াজ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। সে দেশের কৃষকদের আন্দোলনের কারণে এ নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার বাধ্য হয়েছে।
গত ৮ই সেপ্টেম্বর ভারত সরকার ডলার মূল্য বৃদ্ধি করেই বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে ভারতের বাজারে পিঁয়াজের দাম কমে যাওয়ায় সে দেশের কৃষকরা আন্দোলন শুরু করে। এ অবস্থায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীরা দিল্লিতে গতকাল এক বৈঠকে বসেন। ওই বৈঠকের সিদ্ধান্তক্রমে ভারত সরকার ১২ দিন পর পিঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।