দেশের রফতানি খাতের উন্নয়নে আর্থিক সহায়তার পরিমাণ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্নমুখী উদ্যোগ নিতে যাচ্ছে।
এ লক্ষ্যে রফতানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) আরও ১০ কোটি ডলার জোগান দিয়ে এ তহবিল ৫০ কোটি ডলারে উন্নীত করতে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। তহবিলের আওতায় একক ঋণগ্রহীতার অনুকূলে ঋণসীমাও ২ লাখ ডলার বাড়ানো হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রফতানিকারকদের উৎসাহিত করতে ১৯৮৯ সালে ইডিএফ গঠন করা হয়। ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে প্রথমে এ তহবিলের যাত্রা শুরু হয়। এরপর ২০০৫ সালে এটি ১০ কোটি ডলারে উন্নীত করা হয়। ২০০৭ সালে সেটি বাড়িয়ে করা হয় ১৫ কোটি ডলার। পরবর্তী সময়ে আবারও কয়েক দফা বাড়িয়ে ২০০৯ সালে এটি ৪০ কোটি ডলার করা হয়। এখন আবার দেশের রফতানি খাতের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ তহবিল ৫০ কোটি ডলারে উন্নীত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।