সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশবান্ধব করার একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। কোকাকোলা বাংলাদেশ, ওশেন কনজারভেন্সি ইন্টারন্যাশনাল আর কেওক্রাডং বাংলাদেশ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
শত শত স্থানীয় লোকজনও উপকূলীয় বেল্ট পরিষ্কারে অংশগ্রহণ করেছে। প্রবাল আর সামুদ্রিক সম্পদের সমাহার সেন্ট মার্টিন দ্বীপ। ইন্টারন্যাশনাল কোস্ট ক্লিনআপ সমুদ্র, নদী এবং হ্রদ পরিষ্কারের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় অলাভজনক উদ্যোগ এবং এর উদযাপনের অংশ হিসেবেই সম্প্রতি বাংলাদেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৭৮ লাখ স্বেচ্ছাসেবক পৃথিবীর ১০০টি দেশের উপকূল থেকে ১৩ কোটি ৫০ লাখ পাউন্ড আবর্জনা পরিষ্কার করেছে।
পরিবেশ বিজ্ঞানীরা দেখেছেন_ আবর্জনা সামুদ্রিক জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য, পর্যটন এবং অর্থনৈতিক কার্যক্রমের জন্য বিপজ্জনক হুমকিহয়ে দাঁড়িয়েছে।