আবারও ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাদুকর নয়তো কি? মাত্র ২৩ বছর বয়সে বিশ্বকাপ ছাড়া আর কি জেতেন নি মেসি।

ফুটবল নিয়ে তার একের পর এক কারিকুরি দেখে জাদুকর না বলার উপায় আছে? এ নিয়ে টানা দ্বিতীয় বারের মত এ পুরস্কার উঠল মেসির হাতে। বিশ্বকাপে দলীয় পারফরমেন্স ভালো না হলেও এ পুরস্কার পেতে সাহায্য করেছে তার ব্যাক্তিগত পারফরমেন্স ও ক্লাব ফুটবলের দুর্দান্ত একটি মৌসুম। পুরস্কার পেয়ে মেসি নিজেই বিস্মিত। স্বীকার করেছেন বিশ্বকাপ না পাওয়ার হতাশা এবং আর্জেটিনার হয়ে ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও। গত মৌসুমে ৬০ টির মত গোল করায় নির্বাচকরা এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করেন। পুরস্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সতীর্থ, বন্ধুবান্ধব ,পরিবার ও আর্জেন্টিনার জনগন এ পুরস্কারের অংশীদার। মেসি এ পুরস্কার পেতে তাঁর দুই বার্সেলোনা সতীর্থ জাভি ও ইনিয়েস্তাকে পরাজিত করেছেন। জাতীয় দলে মেসির পারফরমেন্স ভালো না হওয়ায় সামনের কোপা কাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ ও সাবেক ইন্টার মিলান কোচ হোসে মরিনহো। আর বর্ষসেরা মহিলা ফুটবলার এ নিয়ে টানা পাঁচবার নির্বাচিত হলেন ব্রাজিলের মার্তা।