অস্ট্রেলিয়া অ্যাশেজ শেষ করেছিল ইনিংস ব্যবধানের পরাজয় দিয়ে কিন্তু একদিনের জিরিজ শুরু করল দাপুটে এক জয় দিয়ে। সাত ম্যাচ জিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যাণ্ডের এর বিপক্ষে ছয় উইকেটের এক দারুন জয় পেয়েছে।

ম্যাচটিকে অস্ট্রেলিয়া বনাম ইংল্যাণ্ড না বলে বরং ওয়াটসন বনাম ইংল্যাণ্ড ম্যাচ বলাই শ্রেয়। কারন ইংল্যাণ্ড তো ম্যাচটি মূলত শেন ওয়াটসনের কাছেই হারল। বিশেষ করে ব্যাটিয়ে ওয়াটসনের ১৫০ বলে অপরাজিত ১৬৭ রানের জন্য ইংল্যাণ্ড বনাম ওয়াটসন ম্যাচ বলাই ভালো। অস্ট্রেলিয়ার ইনিংসে বলতে গেলে পুরোটায় ছিল ওয়াটসন শো। ওয়াটসন ১৬৭ রান করার পথে মাথার উপর দিয়ে বল সিমানার বাইরে নিয়েছেন ৪ বার এবং গড়িয়ে ১২ বার। এর আগে ইংল্যাণ্ড তাদের ইনিংসে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন পিটারসন ও স্ট্র্যাস করেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি, জনসন, ডেভিড হাসি ও স্মিথ ২টি করে উইকেট লাভ করেন। তবে বিশ্বকাপের আগে ব্রেট লির পারফর্ম প্রমাণে বলতে হবে তিনি ভালোই করেছেন। ২ উইকেট লাভ করার জন্য তিনি ৯ ওভারে খরচ করেন ৪৩ রান। ২৯৫ রানে টার্গেটে নেমে ইনিংসে অস্ট্রেলিয়াকে কখনোই বেগ পেতে হয়নি। তারা ৪৯ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে নেয়। ইংল্যাণ্ডের ব্রেসনান ২ উইকেট লাভ করেন। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যাণ্ড ২৯৪/১০ (৪৯.৪ ওভার) অস্ট্রেলিয়া ২৯৭/৪ (৪৯.১ ওভার) ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্যা ম্যাচ শেন ওয়াটসন।