ঝগড়া-বিবাদে নাকি মঙ্গল নেই। কিন্তু আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের বেলাতে সেটা ব্যতিক্রম। কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিবাদে জড়িয়েই নাকি বরং ভালো হয়েছে তার। জেদ দিয়ে নিজেকে আরও ওপরে নিয়ে এসেছেন। রয়েছেন ফর্মের তুঙ্গে। এমনটিই দাবি করেছেন ম্যানসিটির এই স্ট্রাইকার। মানচিনির সঙ্গে বিবাদে জড়িয়ে ছয় ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চান কোচের কাছে। এরপর থেকে ক্রমেই উন্নতি করতে থাকেন। গত মৌসুমে ম্যানসিটির লিগ শিরোপা জেতাতে দারুণ অবদান ছিল তার। আর চলতি মৌসুমে তো ফর্মের তুঙ্গে। গত চার ম্যাচেই করেছেন গোল। তেভেজ বলেন, ‘মানচিনির সঙ্গে বিবাদটা প্রকারান্তরে ভালোই হয়েছে আমার জন্য। আবার ফুটবলটা আমি পুরোপুরি উপভোগ করতে পারছি। আমি এখন দারুণ সুখী একজন মানুষ।’ ইন্টারনেট।