আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য চারজনের তালিকায় নাম ছিল পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের। কিন্তু সন্দেহভাজন বোলিং অ্যাকশনের কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আজমলকে। ব্যাপারটাতে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পিসিবি। পাশাপাশি সাঈদ আজমলকে আবার তালিকায় ফিরিয়ে আনারও অনুরোধ করা হয়েছে। ইন্টারনেট।