প্রীতি ফুটবল ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল। এই ম্যাচের পর আগামী ২৮ সেপ্টেম্বর আরও একটি প্রীতি ম্যাচ খেলবে এই দু’দল। ইতোমধ্যেই ভারতের কলকাতায় ভেনিজুয়েলা ও ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। দুটিতে জয় পেয়েছে মেসির দল। তবে ভেনিজুয়েলা, নাইজেরিয়ার সাথে তো আর তুলনা হয় না চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের। তাই প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচে জয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠ আবারো প্রমাণ করতে চায় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল যখন বিপ দল, তখন তো কোচ সাবেলার দল চাইবেই জয় নিয়ে মাঠ ছাড়তে। এদিকে, এখন পর্যন্ত শুধুমাত্র ঘানার বিপইে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। ওই ম্যাচে এক গোলে জয়ী হয় তারা। তাই ঐ ম্যাচের পারফরমেন্সের উপর ভীত্তি করে আর্জেন্টিনার বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের জন্য গত ৪ সেপ্টেম্বর ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল। মূলত ঘরোয়া ফুটবল খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। স্কায়াডে রয়েছে ১০ জন নতুন মুখ। প্রীতি ম্যাচ বলে এদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চান কোচ। তবে দলে আবারো সুযোগ পেয়েছেন একসময় অযাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্রাজিলের হয়ে মাঠ কাপানো অভিজ্ঞ রোনালদিনহো। আরও আছেন বর্তমান সময়ের উদীয়মান খেলোয়াড় নেইমর, লকাস, অনুর্ধ্ব-২০ দলের সম্ভাবনাময়ী স্ট্রাইকার লিয়ানডর্ দামিয়ো। তাই প্রায় এক বছর পর আবারো ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল যুদ্ধ। সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে দোহায় প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তি। সেই ম্যাচে বর্তমান অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এখন পর্যন্ত মোট ৯০ বার মুখোমুখি হয়েছে এই দুদল।