টানা ব্যর্থতার কারণে চাকরি হারালেন ইন্টার মিলানের কোচ জিয়ান পিয়োরো গ্যাসপেরিনি। বুধবার তাকে বরখাস্ত করা হয়।
এই মৌসুমে এখনো জয়ের মুখ দেখেনি ইন্টার মিলান। মৌসুমের শুরুতে ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের কাছে শিরোপা হারিয়েছে। এরপর ‘সেরি আ‘তে নিজেদের প্রথম খেলায়ও পালের্মোর কাছে ৪-৩ গোলে হেরে গেছে তারা। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ত্রাবজন্সপারের কাছেও বিস্ময়করভাবে হার মেনেছে। শনিবার লিগে নিজেদের দ্বিতীয় খেলায় রোমার সঙ্গে ড্র করার পর মঙ্গলবার নবাগত নোভারার কাছেও ৩-১ গোলে হেরে যায় ইতালির সাবেক চ্যাম্পিয়নরা।
দুঃসংবাদটা পাওয়ার পর ইন্টারের অনুশীলন মাঠে হতাশ গ্যাসপেরিনি সাংবাদিকদের বলেন, “দিন শেষে খেলার ফলাফলই সব কিছু নির্ধারণ করে দিয়েছে।”
২০০৯/১০ মৌসুমে হোসে মরিনহোর অধীনে তিনটি শিরোপা জিতেছিলো ইন্টার মিলান। এরপর রিয়াল মাদ্রিদে চলে যান মরিনহো। তার পর থেকে গ্যাসপেরিনিকে নিয়ে তৃতীয় কোচ ইন্টার ছাড়ছেন।
টানা ব্যর্থতার কারণে চাকরি হারালেন ইন্টার মিলানের কোচ জিয়ান পিয়োরো গ্যাসপেরিনি। বুধবার তাকে বরখাস্ত করা হয়।
এই মৌসুমে এখনো জয়ের মুখ দেখেনি ইন্টার মিলান। মৌসুমের শুরুতে ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের কাছে শিরোপা হারিয়েছে। এরপর ‘সেরি আ‘তে নিজেদের প্রথম খেলায়ও পালের্মোর কাছে ৪-৩ গোলে হেরে গেছে তারা। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ত্রাবজন্সপারের কাছেও বিস্ময়করভাবে হার মেনেছে। শনিবার লিগে নিজেদের দ্বিতীয় খেলায় রোমার সঙ্গে ড্র করার পর মঙ্গলবার নবাগত নোভারার কাছেও ৩-১ গোলে হেরে যায় ইতালির সাবেক চ্যাম্পিয়নরা।
দুঃসংবাদটা পাওয়ার পর ইন্টারের অনুশীলন মাঠে হতাশ গ্যাসপেরিনি সাংবাদিকদের বলেন, “দিন শেষে খেলার ফলাফলই সব কিছু নির্ধারণ করে দিয়েছে।”
২০০৯/১০ মৌসুমে হোসে মরিনহোর অধীনে তিনটি শিরোপা জিতেছিলো ইন্টার মিলান। এরপর রিয়াল মাদ্রিদে চলে যান মরিনহো। তার পর থেকে গ্যাসপেরিনিকে নিয়ে তৃতীয় কোচ ইন্টার ছাড়ছেন।