ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে বোলিংয়ের পর ব্যাটস্যানদের ব্যর্থতায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হারল ৪০ রানে। দিনে-রাতে এ খেলায় প্রথমে ব্যাট করে সফরকারীদের ৪ উইকেটে ২৯৮ রান গড়ে দেয়। জবাবি বাংলাদেশের ৭ উইকেটে ২৫৮ ।
স্বাগতিকদের শুরুটাই ছিল হতাশাজনক। বিশেষ করে তামিমের আউটেই যেন সব শেষ। নাঈমের পর আশরাফুল বিদায় নেন ত্বরিত গতিতে। পরক্ষণেই দীর্ঘ সময় উইকেট আগলে রাখা ইমরুলও ৪২ রান বিদায় নেন। শেষের দিকে সাকিব-মুশফিক জুটির ওপর ভরসা করা হলেও রানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মুশফিক ২১ বলে ২০ রান করে বিদায় হন। দলীয় সংগ্রহ তখন ৫ উইকেটে ১৬৪ রান। সাকিব ব্যাট হাতে ৬৭ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ৫৮ বলে।