চারপাশে বিকিনি পরা সুন্দরী মেয়েরা। লাস ভেগাসে এমন এক পার্টিতেই যোগ দিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। অনুষ্ঠানটির নাম লাস ভেসাগ পুল পার্টি। পার্টিতে কেক কাটলেন ফেলপস। অলিম্পিকে ফেলপসের সাফল্য উদযাপন করার লক্ষ্যেই এই পার্টির আয়োজন। এতে উপস্থিত ছিলেন লন্ডন অলিম্পিক পদকজয়ী অন্য সাঁতারুরাও। ফেলপস সুন্দরীদের সঙ্গে নেচে-গেয়ে ভালোই উপভোগ করেছেন পার্টি।