ইংলিশ প্রিমিয়ার লিগের গত মরসুমে খুব বেশি জ্বলে উঠতে পারেননি ওয়েইন রুনি। তবে এবারের মরসুমটা হয়তো স্মরণীয় করে রাখতে যাচ্ছেন এ ইংলিশ স্ট্রাইকার। লিগের শুরুতে সেই ইঙ্গিতটা বেশ ভালোমতোই দিয়েছেন তিনি। প্রথম চার ম্যাচের মধ্যেই গোল করেছেন আটটি। বোল্টনের বিপক্ষে করেছেন মরসুমের দ্বিতীয় হ্যাটট্রিকটি। তার হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছেন বোল্টন। ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৫-০ গোলের বড় জয়। বাকি দুটি গোল এসেছে মেক্সিকান স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজের পা থেকে।
খেলা শুরুর ৫ মিনিটের মাথায় নানির ক্রস থেকে গোল করেন হার্নান্দেজ। এরপর ২০ ও ২৫ মিনিটের মাথায় দুটি গোল করেন রুনি। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন হার্নান্দেজ। চতুর্থবারের মতো বল জড়ান বোল্টনের জালে। ১০ মিনিট পরে নানির পাস থেকে বোল্টনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রুনি। পূর্ণ করেন এবারের মরসুমের দ্বিতীয় হ্যাটট্রিকটি। প্রিমিয়ার লিগে গতকাল জয় পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসি। সোয়ানসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। সার্জিও হ্যাটট্রিকে উইগান বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি, সান্ডারল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলে। লিগের চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি।