“বন আইন” প্রনয়নেন লক্ষ্যে সচীবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসেন মন্ত্রীরা। সভায় প্রধানমন্ত্রী বলেন যে, বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বনাঞ্চল রক্ষা করা জরুরী। নিবির্চারে গাছ কেটে প্রাকৃতি ভারসাম্য বিনষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বৃক্ষ রোপন সভার দায়িত্ব বলেও উল্লেখ করেন। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষ কার্যকর ভূমিকা পালন করে। মন্ত্রী সভার এই বৈঠকে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসাবে নির্বাচন করা হয়। দেশীয় ফল, অর্থনৈতিক গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় আম গাছের ভূমিকার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।