গাজীপুর সদরে আজ বুধবার ছিনতাইকারীদের গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী। নিহতের নাম জুলেখা বেগম (৩০)। তার স্বামী মো. শাহিন মিয়ার (৪০) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আজ ভোরে সালনা রেলওয়ে সেতুর ওপরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।


দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, ফায়দাবাদ এলাকার বাসিন্দা ওই দম্পতি ভোরে মোটর সাইকেলে করে শেরপুরের ভাল্লাকান্দায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে সালনা রেল সেতুর ওপরে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে এবং ৪-৫ জন যুবক নেমে এসে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় শাহিন ও জুলেখা চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এই দম্পতিকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে এবং পরে উত্তরার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে জুলেখা মারা যান বলে এসআই মাহমুদুল জানান।