বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক রবিউজ্জামান এ আদেশ দেন। ২ অক্টোবর তাঁদের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় এ সমন জারি করা হয়।

গত ২ অক্টোবর সোনালী ব্যাংক মতিঝিল শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা করেন। মামলায় খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দরের ছেলেমেয়েকে বিবাদী করা হয়েছে। মামলায় ড্যান্ডি ডাইং প্রতিষ্ঠানের পরিচালক খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শামস, শাহীন, মেয়ে সুমাইয়া ও সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মোজাফফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তারকে বিবাদী করা হয়।