আমেরিকায় আমি জীবনের লম্বা একটা সময় কাটিয়েছি। তার পরও আমেরিকায় যাওয়াটা আমার জন্য সব সময়ই একটা আতঙ্কের ব্যাপার।
বিমানে করে যেতে হয়। দীর্ঘ ভ্রমণ। বিমানে কিছুই করার থাকে না। আমার বড় ধরনের উচ্চতাভীতি আছে। যতবারই নিচে তাকাই, মনে হতে থাকে সবকিছু ভেঙেচুরে বিমান এই বুঝি নিচে পড়ে গেল।’
কথাগুলো বলেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। উন্নত চিকিসার জন্য আজ বুধবার ভোর পাঁচটায় তাঁর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, হুমায়ূন আহমেদ সেখানে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হবেন। সম্প্রতি সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর কোলনে টিউমার ধরা পড়ে। প্রাথমিক পরীক্ষায় চিকিসকেরা এটিকে ক্যানসার বলে সন্দেহ করছেন।
মাজহারুল ইসলাম ছাড়াও তাঁর সঙ্গে যাচ্ছে স্ত্রী শাওন, দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
যাওয়ার আগে হুমায়ূন আহমেদ চিকিসা শেষে সুস্থ হয়ে আবার পুরোদমে লেখালেখি শুরু করার আশা ব্যক্ত করেছেন।