জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বহর ৮৫ সদস্যের হলেও এবার তাঁর সফরসঙ্গী হচ্ছেন মাত্র দু’জন মন্ত্রী। আমলার সংখ্যাও এবার কম। তবে এবারের সফরে ব্যবসায়ীর পাশাপাশি কয়েকটি জেলার আওয়ামী লীগ নেতারা অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ১৭ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটযোগে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন। নিউইয়র্ক জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এবারের সফরে মন্ত্রী-আমলার সংখ্যা অতীতের যে কোন সফরের তুলনায় কম।ভার্জিনিয়া থেকে সজীব ওয়াজেদ জয় এবং কানাডা থেকে সায়মা হোসেন পুতুল সপরিবারে নিউইয়র্কে মায়ের হোটেলে উঠবেন। শেখ রেহানা ও তাঁর দুই কন্যা টিউলিপ রেজোয়ানা সিদ্দিকী ও আজমিরা সিদ্দিকীও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। সফরসঙ্গী হিসাবে মাত্র দু’মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হকও যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে।
এবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুব মহিলা লীগের এক নেত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। সূত্র মতে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে এবার নিউইয়র্কে যাচ্ছেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশীদ, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারম্নক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আকরাম হোসেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরম্নজ্জামান আহমেদ, টুঙ্গিপাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, গোপালগঞ্জ বাসুরিয়া হাইস্কুলের প্রধান শিৰক অধির কুমার শিকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদিকা সাবিনা আক্তার তুহিন।আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।