৭০তম প্রয়াণ দিবস, রবিঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। তবে রমজানের কারণে এবারের আয়োজন বেশ সীমিত করা হয়েছে।
সঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ নানা আয়োজনে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাবে শিল্পকলা একাডেমি। রোববার সকাল ১১টায় বাংলা একাডেমীর সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সঙ্গীতানুষ্ঠান হবে।
এছাড়াও বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছে। রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করছে অনুষ্ঠানমালা।
রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে তার নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিলো বিশ্বের গৌরব। ১৮৬১ সালে ৮ মে (বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ) কলকাতার ঐতিহ্যবাহী জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। সেই বাড়িতেই ১৯৪১ সালের এই দিনে (বাংলা ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ) পৃথিবী থেকে প্রস্থান করেন মৃত্যুঞ্জয়ী এ মহাপ্রাণ।
বাংলা ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসঙ্কলন প্রকাশিত হয়েছে। তান সর্বমোট ৯৫টি ছোটগল্প ‘গল্পগুচ্ছ’ এবং ১৯১৫টি গান ‘গীতবিতান’ সঙ্কলনে অন্তর্ভূক্ত রয়েছে।