প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২, ৫, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ দিনটিকে ঐতিহাসিক বলেও আখ্যায়িত করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন নোট অবমুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে ধারণা পাবে।অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন, তখনই স্বাধীনতাবিরোধী চক্র তাকে হত্যা করে। ভাগ্যক্রমে আমরা দু’বোন বেঁচে যাই।”বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি ব্যাহত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০০৯ সালে প্রথমবারের মতো সব ব্যাংক নোট ও কারেন্সি নোটে জাতির জনকের প্রতিকৃতি সম্বলিত নোট ছাপানোর প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নতুন নোটগুলোর প্রতিকৃতি সম্বলিত একটি ক্রেস্ট ও একটি অ্যালবাম প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, গওহর রিজভী, এইচ টি ইমাম ও আলাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউর আহসান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী ও মুস্তাফা মনোয়ার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, অর্থ সচিব মোহাম্মদ তারেক, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।