প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টে হাইকোর্ট বিভাগে আরও ৬ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই ৬ জনের নিয়োগের ফলে হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৪ জন হলো।
শপথ নেওয়ার দিন থেকে দুবছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নবনিয়োগ পাওয়া সবাই অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। নিয়োগ পাওয়া এসব বিচারপতিরা সবাই সুপ্রিমকোর্টের আইনজীবী। এদের মধ্যে ৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন ৬ জন বিচারপতি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।