রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের ২৬টি জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সংযোগ সেতু বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে চলাচলরত সকল যানবাহনের টোল বাড়ছে আজ বৃহস্পতিবার থেকে। সেতুর টোল বাড়ানোর কথা স্বীকার করে সেতুর পূর্বপাড় টোল প্লাজার ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর দেওয়ান তারিক বিন রশিদ জানান, রাত ১২টার পর থেকে নতুন হারে টোল আদায় করা হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল ৩০ থেকে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৪০০ থেকে ৫০০ টাকা, ছোট বাস ৫৫০ থেকে ৬৫০ টাকা, বড় বাস ৮০০ থেকে ৯০০ টাকা, ছোট ট্রাক ৭৫০ থেকে ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১০০০ থেকে ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর বর্তমান টোল হার ১৯৯৮ সালের জুন মাস থেকে চালু হয়। দীর্ঘ ১৩ বছরের এই সেতুর টোল বৃদ্ধি করা হয়নি। বাংলাদেশের সর্ববৃহ এ সেতু নির্মাণে গৃহীত বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বর্তমানে প্রায় দ্বিগুন বেড়েছ। তাছাড়া সেতুর রক্ষণাবেক্ষণেও প্রচুর অর্থ ব্যয় হচ্ছে।