দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসছে দেশে উৎপাদিত দোয়েল ল্যাপটপ।
আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েলের বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব ল্যাপটপের সাইজ হবে ১০ ইঞ্চি। প্রাথমিকভাবে চার শ্রেণীর ল্যাপটপ উৎপাদন করা হচ্ছে। এগুলো হলো_ দোয়েল প্রাইমারি নেটবুক, দোয়েল বেসিক নেটবুক, দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুক ও দোয়েল অ্যাডভান্স নেট বুক।
উৎপাদিত এসব ল্যাপটপের মূল্য হবে যথাক্রমে ১০ হাজার, সাড়ে ১৩ হাজার, সাড়ে ২০ হাজার ও সাড়ে ২৬ হাজার।