গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নিশান চলতি বছর বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করবে। তবে বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা মনে করেন, আগামী ৫ বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ি সাধারণ ভোক্তাদের জন্য সহজলভ্য হবে না।

কেপিএমজি নামের একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। অনেকেই মনে করেন, সরকারি ভর্তুকি ছাড়া বৈদ্যুতিক গাড়ি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব নয়। তবে তাঁরা বলছেন, ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি বাজারের দ্রুত প্রসার ঘটবে। কার্বন নির্গমন কমাতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে। শুধু কার্বন নির্গমনই নয়, বৈদ্যুতিক গাড়ি একই সঙ্গে জ্বালানিরও সাশ্রয় করবে। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ ভোক্তা উল্লেখ করেছেন, নতুন গাড়ি পছন্দের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রেনাল্ট ও নিশানের মতো কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্তাদের এ আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলছে। তবে টয়োটা ও জেনারেল মোটরস গাড়ি নির্মাণের ক্ষেত্রে হাইব্রিড প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে। হাইব্রিড প্রযুক্তিতে বিদ্যুৎ ও পেট্রল ইঞ্জিনের সমন্বয় ঘটানো হয়। ব্রিটেনে সরকার বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় দেওয়ার জন্য একটি স্কিম চালু করেছে।