ইরাকী পুলিশ জানায়, একজন আত্মঘাতী বোমাবাজ বাগদাদের পুলিশ একাডেমীতে আক্রমণ চালিয়ে কমপক্ষে ১৯ ব্যক্তিকে হত্যা ও ২৬ জনেরও বেশী লোককে আহত করেছে। এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম এক মারাত্মক হামলা।
পুলিশ বলছে যে বাগদাদের উত্তর পুর্বাঞ্চলে একাডেমিতে নতুন ভর্তি লোকজন নিরাপত্তা বলয় পার হবার পর আত্মঘাতী বোমাবাজ নিজের গাড়িতেই বিস্ফোরণ ঘটায়।
হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে নিহতদের মধ্যে পাঁজ্জন পুলিশ কর্মকর্তা ও রয়েছেন। অন্যরা ছিল কেডেট। আত্মঘাতী বোমাবাজরা তল্লাশি চৌকি ও নিরাপত্তা বলয় অতিক্রম করার কারণে ইরাকে নতুন ভর্তি কিংবা ভর্তি-ইচ্ছুক পুলিশ বার বার আক্রমণের সম্মুখীন হয়েছে।
রবিবারের এই আক্রমণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি। গত সপ্তায় ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন যে সুন্নি মুসলমানদের চরমপন্থি নেটওয়ার্ক আল ক্বায়দাই অধিকাংশ আক্রমণের জন্যে দায়ী এবং তাদের কৌশলটাই হচ্ছে আত্মঘাতী বোমা হামলা চালানো।