লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির মৃতদেহ মিসরাতার একটি বাজারের হিমাগার থেকে সমাহিত করার উদ্দেশ্যে সরিয়ে নেয়া হয়েছে। গাদ্দাফিকে গোপনে মরুভূমির কোথাও দাফন করা হবে।
লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা জানিয়েছেন, আজ মরুভূমির একটি গোপণ স্থানে গাদ্দাফি, তার পুত্র মুতাস্সিম ও গাদ্দাফি সমর্থক এক সহযোগীকে সমাহিত করা হবে। পরবর্তী সময়ে গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে রাখা হয়। সেখানে আগ্রহী মানুষজনকে গাদ্দাফির লাশ দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু তার মরদেহ নিয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগে তাদের। গাদ্দাফির মরদেহ বিন লাদেনের মতো সমুদ্রে ডুবিয়ে দেওয়ারও চিন্তাভাবনা করা হয়। কেননা এনটিসি ও তার মিত্র পশ্চিমাদের আশঙ্কা, গাদ্দাফির কবর পর্যন্ত মাজারে পরিণত হতে পারে।
এদিকে এর আগে গাদ্দাফির পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ সমাহিত করার সুযোগ চাওয়া হলেও, এনটিসি কর্তৃপক্ষ সে দাবিতে সম্মত হয়নি।