উত্তর কোরিয়ার কর্মকর্তারা বুধবার জানিয়েছে মহাকাশে রকেট উতক্ষেপণের জন্য রকেটটিতে তার জ্বালানী ভরা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ঐ অঞ্চলের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।

উত্তর কোরিয়ার মহাকাশ উত্ক্ষেপণ কেন্দ্রের প্রধান পিক চেং হো সফররত একদল আন্তর্জাতিক সাংবাদিকদের সংগে কথা বলন। তিনি জানান যে রকেটে জ্বালানী ভরা হয়েছে।  সাংবাদিকরা রবিবার দিন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কমান্ড সেন্টারটি পরিদর্শন করেন তারা বুধবার ঐ সেন্টারের প্রকৃত কর্মকান্ড ভিডিওর মাধ্যমে দেখবেন।

মিঃ পিক বলেন রকেটে আবহাওয়া স্যাটালাইট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে রকেটটি যে কোন সময় উতক্ষেপণের কথা আছে। তবে সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপরে। ভিডিওতে দেখা গিয়েছে যে রকেটের উপরের অংশ ত্রীপল দিয়ে ঢাকা ফলে সেখানে কি আছে তা সনাক্ত করা সম্ভব হয়নী।