ফিলিস্তিনী কর্মকর্তারা বলেছেন জাতিসংঘে পূর্ণ সদস্যত্ব লাভের প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন যদিও কূটনৈতিক প্রয়াস চলছে যেন ওই প্রচেষ্টা বাদ দিয়ে তারা ইসরায়লের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন যে জাতিসংঘের কোন কার্যব্যবস্থায় ফিলিস্তিনী রাষ্ট্র অর্জিত হবে না। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন মি ওবামা নিউ ইয়র্কে বুধবার রাতে ফিলিস্তিনী প্রেসিডেন্টকে সতর্ক করে দেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ফিলিস্তিনী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ভিটো দেবে।