আল কায়দার এক ষড়যন্ত্রে ব্যবহারের জন্য যে বোমা তৈরি করা হয়েছিলো, এফ বি আই বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে দেখছেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এক যাত্রীবাহী বিমান ধ্বংশ করার লক্ষ্যে ওই বোমা তৈরি করা হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা সোমবার ঘোষণা করেন যে ইয়েমেনে আল কায়দা শাখার লক্ষ্য ছিল এক আত্মঘাতী বোমা আক্রমনকারীকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রীবাহী বিমানে তুলে দেওয়া এবং যার অন্তর্বাসে বিস্ফোরক রাখা ছিল। কিন্তু পরিকল্পনা ধরে ফেলা হয় এবং কোন বিমান ঝুঁকির মুখে পড়ার আগেই বোমা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন “এই পরিকল্পনা এই ইঙ্গিত দেয়, যে সন্ত্রাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরও বিশ্রী ভাবে নিরপরাধ লোকজনকে হত্যা করার পন্থা বার করতে”।
তিনি বলেন এ জন্যই আমাদের সব সময় নজর রাখতে হবে দেশে ও বিদেশে, আমাদের স্বদেশ এবং ভারত ও অন্যান্য বন্ধু দেশ সুরক্ষার জন্য ।