আগামী ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের জর্জ ডাব্লিও বুশ কানাডায় একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। কানাডা সরকারকে তখনই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ নির্যাতনের বৈধতা দেওয়ায় জর্জ ডাব্লিও বুশকে গ্রেপ্তার করতে এ আহ্বান জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠনের আমেরিকা অঞ্চলের পরিচালক সুসান লি বলেন, “যেহেতু বুশকে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, তাই বিশ্বের অন্য দেশগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
বুশের মানবাধিকার লঙ্ঘনের গাদা গাদা অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপিও কানাডা সরকারকে গত ২১ সেপ্টেম্বর দিয়েছে অ্যামনেস্টি। তারা বলছে, বুশ ক্ষমতায় থাকাকালে সিআইকে গোপন বন্দিশালায় অমানবিক নির্যাতনের অনুমতি দিয়েছিলেন।
তবে বুশকে গ্রেপ্তারে অ্যামনেস্টির আহ্বানে কানাডা সরকারের কোনো সাড়া দেখা যায়নি।