মিশরের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় কপটিক খ্রীষ্টান অভিযোগ করছে গত সপ্তাহে দেশটির দক্ষিণের প্রদেশ আসওয়ানে মুসলমানরা তাদের একটি গীর্জা পুরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে তারা রাজধানী কায়রোতে মাসপেরো স্কয়ারে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে বিক্ষোভ করে। এসময় তারা আসওয়ান প্রদেশের গভর্নরের পদত্যাগ দাবী করে। বিক্ষোভকারীরা বলছে মাসপেরো স্কয়ারে বিক্ষোভ প্রদর্শনের সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে বিক্ষোভটি তাহরীর স্কয়ারে ছড়িয়ে পরে। তবে এই সংঘর্ষে কতজন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন সে ব্যাপারে খবর পাওয়া যায়নি।
এদিকে মিশরের তথ্যমন্ত্রী উশামা হাইকাল বলছেন এই দাঙ্গার খুব শীঘ্রই তদন্ত করা হবে। বিষয়টি খতিয়ে দেখতে মিশরের মন্ত্রী সভা আজ এক জরুরী বৈঠক ডেকেছে।
মিশরে এই সংঘর্ষের ঘটনা এমন এক সময় ঘটলো যখন হোসনি মুবারকের ক্ষমতাচ্যুতির পর দেশটিতে ২৮শে নভেম্বর পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।