মিশরের সংসদ নির্বাচনের প্রথম পর্যায়ের আংশিক ফলাফলে দেখা যাচেছ যে ইসলামপন্থি দলগুলি , দলীয় ভিত্তিদে ৬৫ শতাংশ ভোটে এগিয়ে আছে , যা কীনা যেমনটি ভাবা গিয়েছিল তার চেয়ে শক্তিশালি অবস্থানে গেছে এবং এর ফলে উদারপন্থি দলগুলি কোণঠাসা হয়ে পড়েছে।
মিশরের উচ্চ নির্বাচন কমিশন রোববার যে সংখ্যা প্রকাশ করেছে তাতে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি প্রদত্ত ভোটের ৩৬.৬ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে এবং তার পর পরই রয়েছে কট্টরপন্থি সালাফিস্ট নুর পার্টি । তারা পেয়েছে ২৪.৪ শতাংশ ভোট। মধ্যপন্থি ইসলামিদল ওয়াসাত পার্টি পেয়েছে ৪.৩ শতাংশ ভোট।
উদারপন্থি ইজিপশিয়ান ব্লক ১৩.৪ শতাংশ ভোট পেতে সক্ষম হয়েছে এবং এর ফলে ঐ জোট তৃতীয় স্থানে রয়েছে।
গত সপ্তার এই নির্বাচনে ৪৯৮ আসন বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষের প্রায় তিরিশ শতাংশের সদস্যতা নিশ্চিত হবে । সোমবার মিশরবাসী নির্দিষ্ট প্রার্থিদের ৫২ টি আসনের জন্যে ফিরতি নির্বাচনে ভোট দেবেন।
নির্বাচন কমিশনার আব্দুল মোয়ায়েজ ইব্রাহিম বলছেন যে ন টি প্রদেশে প্রথম রাউন্ড এর নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটদাতা ভোট দিয়েছেন। অবশিষ্ট ১৮টি প্রদেশের ভোটদাতারা দুটি পর্যায়ে ভোট দেবেন আর এই নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে সপ্তাহ গুলিতে ।