মিশরের জনগন দেশের সংসদের নিম্ন পরিষদের সদস্য নির্বাচনের চূড়ান্ত পর্বে ভোট দান আরম্ভ করেছেন । মিশরের গ্রাম এলাকায় এখন এ ভোট পর্ব চলছে ।
ভোট শুরূ হয় মঙ্গলবার আল গারবিয়া , উত্তর সিনাই , দক্ষিন সিনাই সহ ৯টি প্রদেশে । নভেম্বরে সূচনা হয়েছিলো যে ভোট প্রক্রিয়ার এ অঞ্চলগুলো সেই তারই শেষ নটি প্রদেশ ।
ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেণ্ট হোসনী মোবারককে আপামর জনসাধারনের গন-আন্দোলন গদী ছাড়তে বাধ্য করার পর অনুষ্ঠিত মিশরের এই প্রথম সংসদিয় নির্বাচনের অংশ দু’দিনের এই ভোট পর্ব ।
এ নির্বাচনের প্রথম দুই ভোটপর্বে মিশরের ইসলামপন্থী পার্টীগুলো প্রাধান্য বিস্তার করে । ঐ দুই ভোটপর্বে নির্বাচন হয় অপর ১৮টি প্রদেশে ।
এরপর মিশরবাসিরা সংসদের উচ্চ পরিষদের নির্বাচনে ভোট দেবেন । রবিবার দেশটির সামরিক শাষকেরা বলেছেন – কায়রোর যে সমাবেশে বিক্ষোভকারিরা দ্রূত অসামরিক শাষন ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান , তাতে প্রাণঘাতি সংঘর্ষের পর নির্বাচনী প্রক্রিয়া এখন দ্রূততরো করা হবে ।