মিশরে চিকিৎসা কর্মিদের সুত্রে বলা হচ্ছে যে আজ খুব ভোরে কায়রোর তাহরির স্কয়ারে সামরিক বাহিনীর এক অভিযানে দু জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে মাত্র একজন মারা গেছে এবং আরও ৭১ জন আহত হয়েছে।
সামরিক পুলিশ ভোর তিনটার দিকে ঐ স্কয়ারে প্রবেশ করে , কারফিউ লংঘনকারী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠি ব্যবহার করে এবং বন্দুকের গুলি ছোড়ে । ঐ সব বিক্ষোভকারী সে দেশের সাবেক ও বর্তমান নের্তৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছিল। প্রত্যক্ষদর্শিরা বলছে যে পুলিশ বিক্ষোভকারীদের প্রহার করেছে এবং শনিবার ভোরে সেখানকার রাস্তায় রক্তের দাগ দেখা যায়।
মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ এক বিবৃতিতে জানায় যে পুলিশ দাঙ্গাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার কারফিউ কার্যকর করার চেষ্টা করছিল।