যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গ রাজ্যের ভোট দাতারা মঙ্গলবার দলীয় ককাসে মিলিত হচ্ছেন , নভেম্বরের নির্বাচনে প্রেসিডেণ্ট ওবামার বিপরীতে রিপাবলিকান পার্টীর প্রার্থী কে হবেন তা নির্ধারনের প্রথম পর্ব হ’লো এই ককাস সমাবেশ । এই ভোট গ্রহণের ঘন্টা কয়েক আগে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থিরা তরুণ ভোটদাতাদের তাঁদের ভোট দিতে অনুরোধ করেন ।
সর্ব সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে – ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর মিট রমনী রিপাবলিকান প্রার্থীদের ভেতরে এখনো অব্দি এগিয়ে আছেন । এর পরেই রয়েছেন – টেক্সাসের কংগ্রেসম্যান রন পল এবং তৃতীয় অবস্থানে রয়েছেন পেনসেলভেনিয়ার সেনেটর রিক স্যানটোরাম ।
তবে আইওয়ার ভোটদাতাদের প্রায় অর্ধেকের ও বেশি বলছেন যে তারা এখন ও মনস্থির করে উঠতে পারেননি , সে জন্যেই এই ভোটের ফলাফলের পুর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব।
তাদের কেউ কেউ বলছেন যে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন একজন রিপাবলিকান প্রার্থিকে তারা খুজে পাচ্ছেন না।
এ দিকে ডেমক্র্যাটিক দল ও তারা প্রার্থি নির্বাচনের ককাস করছে । প্রেসিডেন্ট ওবামা দলীয় মনোনয়নের জন্যে অপ্রতিদ্বন্দ্বি প্রার্থি তবে তিনি মঙ্গলবার রাতেই আইোয়াতে তাদের সমর্থকদের সঙ্গে সরাসরি ওয়েব চ্যাটের আয়োজন