মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা আজ ও পশ্চিমের মিসরাটা শহরকে অবরোধ করে রাখার জন্যে , ট্যাঙ্ক ও নিপুণ লক্ষভেদি বন্দুকধারীদের ব্যবহার করেছে।

লিবিয়ার পুর্বাঞ্চল থেকেও লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে যেখানে বিদ্রোহী ও সরকার পন্থি সৈন্যদের মধ্যে এক ধরণের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। লিবিয়া বিদ্রোহীরা কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ব্রেগা শহরে নতুন করে প্রবেশ করছে।

এ দিকে লিবীয় সরকারের একজন দূত এই লড়াই বন্ধ করার লক্ষে আলোচনা জন্যে ইউরোপে যাচ্ছেন। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতি ওবেইদি , বিরোধী পক্ষের সঙ্গে অস্ত্রবিরতির মধ্যস্থতার জন্যে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গতকাল মোয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিত্বকারী একজন দূত এথেন্স এ  গ্রীক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রোর সঙ্গে আলোচনা করেছেন। এ দিকে  আজ ইটালি বিদ্রোহীদেরকেই লিবিয়ার এক মাত্র বৈধ প্রতিনিধি বলে স্বীকৃতি দিয়েছে।