সিরিয়ার প্রায় এক সপ্তাহের অস্ত্র বিরোতী ক্রমাগত ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। বুধবার একটি বোমা বিষ্ফোরণে ছয় জন আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হয়েছে। সিরিয়ান সরকারি সেনারা হোমস এলাকায় গোলা বর্ষণ পুণরায় শুরু করেছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা বলছে স্বশস্ত্র সান্ত্রাসী দল উওরাঞ্চলের ইদলিব প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণ ঘটায়। এরা উওরাঞ্চলের দারা শহরে চোরাগুপ্তা হামলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।
সক্রিয় কর্মীরা বলছে সিরিয়ার সরকারী বাহিনী বিদ্রোহীদের শক্তঘাঁটী হোমস শহররে প্রচন্ড আক্রমণ অব্যাহত রেখেছে।