তালেবানের মিত্র হাক্কানি নেটওয়ার্ক এর উর্ধতন নেতাকে আফগানিস্তানে আটক করা হয়েছে।
নেটো মিত্র জোট শনিবার ঘোষণা করেছে যে আফগান ও কোয়ালিশন বাহিনী যৌথ ভাবে পাকিস্তানের সীমান্তের কাছে আফগানিস্তানের পাখতিয়া প্রদেশে হাজী মালি খানকে মঙ্গলবার আটক করেছে।নেটোর বিবৃতিতে বলা হয়েছে খান হাক্কানির ঘাটিগুলোর ব্যবস্থাপক ছিলেন এবং আফগানিস্তানে ও পাকিস্তানে তত্পরতা পরিচালনা করেছেন। সন্ত্রাসী তত্পরতা চালানোর জন্য তিনি বিদ্রোহী বাহিনীকে পাকিস্তান থেকে আফগানিস্তানে স্থানন্তরিত করেছেন।
মিত্র জোট বলেছে হাজী মালি খানকে আটক করাটা হাক্কানি নেটওয়ার্ক এর তত্পরতায় বিঘ্ন সৃষ্টি করায় একটা উল্লেখযোগ্য মাইলফলক। তালেবান অস্বীকার করেছ যে খানকে আটক করা হয়েছ।