আজ শেখ হাসিনার ৬৫তম জন্মদিন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পা রাখলেন ৬৫ বছরে।
প্রতি বছরের ন্যায় এবারও রাজনৈতিক পথপরিক্রমায় ছাত্রনেত্রী থেকে জননেত্রীতে পরিণত হওয়া শেখ হাসিনার জন্মদিন পালিত হবে অতি সাধারণভাবে। গত বছরের মতো এবারও দেশের বাইরে রয়েছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেছেন তিনি। দেশে ফেরার পথে আজ এ বিশেষ দিনটিতে বিমানে থাকার কথা তার। আগামীকাল রাতে শেখ হাসিনা দেশে ফিরবেন। দেশে না থাকলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার জন্মদিন উপলক্ষে গ্রহণ করেছে বিস্তারিত কর্মসূচি।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা। শৈশব থেকেই শেখ হাসিনা ছিলেন বাবা-মা ও দাদা-দাদীর আদরের দুলালী। আদর করে সবাই তাকে ডাকতেন ‘হাসু’ বলে। সেই হাসুই দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে আজ দেশের জননেত্রীতে পরিণত হয়েছেন।