রাষ্ট্রদ্রোহ মামলায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শামীমা পারভীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই মামলায় তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিমুজ্জামান বৃহস্পতিবারই আমিনীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

 সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে.এ মন্তব্য করায় গত ১১ আগস্ট লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেছিলেন।