উইকিলিকস ফাঁস করে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মার্কিন দূতাবাসকে বলেছিলেন, জিল্লুর রহমানের পর তিনি এক সময় রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন।জিল্লুর রহমান দায়িত্ব নেয়ার আগে এরশাদ জনসম্মুখে ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে মহাজোট জয়ী হলে তিনিই রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। পরে তার এ আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় তিনি তার পরবর্তী ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এ ব্যাপারে ২০০৯ সালের ৫ আগস্ট একটি তারবার্তা ঢাকার দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয়।দূতাবাসকে এরশাদ আরও বলেছিলেন, সরকার গঠনের জন্য আওয়ামী লীগের জাতীয় পার্টির প্রয়োজন হবে। রাষ্ট্রপতির দায়িত্ব না পাওয়ায় তিনি আশা করেছেন পার্লামেন্টে তিনি উপনেতার দায়িত্ব পেতে যাচ্ছেন। তারবার্তায় মন্তব্য করা হয় তার সব কথা ভিত্তিহীন প্রমাণিত হয়।
একই বছর শেখ হাসিনা ঘোষণা দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। তারবার্তায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি মন্তব্য করেন, পার্টির জন্য অবদানস্বরূপ জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি পদে দায়িত্ব দেয়া হলেও আওয়ামী লীগের ইচ্ছা রাষ্ট্রপতির ভূমিকা দুর্বল করে রাখা ও তা প্রধানমন্ত্রীর অধীনে রাখা।
২০০৮-এর ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আ’লীগ ২৩০টি আসনে জয়ী হয়। জাতীয় পার্টি জয়ী হয় ২৭টি আসনে। সব মিলিয়ে মহাজোট পায় ২৩২টি আসন। বিএনপি সমর্থিত চারদলীয় জোট পায় ৩২টি আসন।