আজকের জনসভায় চারদলীয় জোটের শরিকসহ সমমনা একডজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবে। চারদলীয় নেতাদের নিয়ে দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন।
বৈঠকে চারদলের শরিকরা জানান, তারা এই জনসভায় নেতা-কর্মীদের নিয়ে অংশ নেবেন। সাড়ে চারবছর পর হচ্ছে চারদলের এ জনসভা। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে চারদলীয় ঐক্যজোটের শরিক জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক বক্তব্য দেবেন। এছাড়াও সমমনা ৮ দল যথাক্রমে জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, লেবার পার্টি, ইসলামিক পার্টি, মুসলিম লীগ ও ন্যাপ ভাসানীর শীর্ষ নেতারাও এই জনসভায় বক্তব্য দেবেন। বিএনপি’র দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, চারদলের নেতা-কর্মীরা ছাড়াও সমমনা ৮ দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, বিকল্পধারা বাংলাদেশসহ জাতীয়তাবাদী দল সমর্থিত সব পেশাজীবী সংগঠনের নেতারা এই জনসভায় যোগ দেবেন।
।