বহুল প্রচারিত টাইম সাময়িকীর ৫ আগস্ট সংখ্যায় বিশ্বের প্রভাবশালী নারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।২০১১ সালের ১২ জনের এ তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন সপ্তম স্থানে।
প্রথম স্থানটি নিয়েছেন থাইল্যান্ডের সদ্যনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছেন_ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কার্শনার, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন সিরলিফ।
শেখ হাসিনা সম্পর্কে টাইম বলেছে, বারবার প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই নেত্রী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা ের সময় এবং ২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়ার ঘটনাগুলো তুলে ধরেছে সাময়িকীটি।
শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন তিনি। বাবার পথ ধরে ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি তার। ইডেন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
১৯৭৫ সালের হত্যাকা ে বাবা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সব সদস্যকে হারান শেখ হাসিনা।